ওসমানী হাসপাতালে পানির ট্যাংকের পলেস্তারা খসে কর্মীর মৃত্যু
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুমনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করছেন আউটসোর্সিং কর্মীরা
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পানির ট্যাংকের পলেস্তারা খসে মো. সুমন হোসেন (৩৯) নামের এক আউটসোর্সিং কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সুমন হোসেন মাগুরার শ্রীপুর উপজেলার বিলনাথুর গ্রামের ইসলাম হোসেনের ছেলে। তিনি ওসমানী মেডিকেল মসজিদ কোয়ার্টারে থাকতেন।
পুলিশ জানায়, দুপুরে মোবাইলে কথা বলতে বলতে মেডিকেল কলেজের ভেতর হযরত শাহজালাল ছাত্রাবাসের বিপরীতে পানির ট্যাংক সংলগ্ন বন্ধ থাকা একটি টিনশেডের দোকানের সামনে যান সুমন। হঠাৎ পানির ট্যাংকের পলেস্তারা খসে দোকানের ওপর পড়ে। পলেস্তারার আঘাতে তার মাথা থেঁতলে যায়। উপস্থিত লোকজন তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সুমনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন এবং দুপুরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন তারা।
হাসপাতালের কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা সংস্কারের উদ্যোগ নেয়নি। এর ফলে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘পানির ট্যাংকের পলেস্তারা খসে সুমনের মাথার ওপরে পড়লে তার মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালককে একাধিকাবর কল করলেও রিসিভ করেননি। অপরদিকে, উপ-পরিচালককে কল দিলে তার ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।
ঢাকা/নূর/রাজীব