ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতের ভিসা জটিলতা কমবে: হাইকমিশনার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫
পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতের ভিসা জটিলতা কমবে: হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা টাঙ্গাইলে প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গাপূজার মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতের ভিসা জটিলতা কমে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি আশা করেন, ‘‘ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে। বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে।’’

ভারতের হাইকমিশনার সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গাপূজার মন্দির পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কুমুদিনী হোমসের কর্মকর্তারা প্রণয় কুমারকে ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

আরো পড়ুন:

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ থেকে ভারতে ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। তবে সেখানে চিকিৎসার জন্য রোগীদের ভিসা দেওয়া হচ্ছে।

প্রণয় কুমার বলেন, ‘‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করবে।’’

কুমুদিনী হোমস কর্তৃপক্ষ হাইকমিশনারকে মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতারা আশা প্রকাশ করেন, ‘‘ভারতীয় হাইকমিশনারের এ সফর দুই দেশের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা আরো দৃঢ় করবে।’’

ঢাকা/কাওছার/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়