ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস চালুর কয়েক ঘণ্টা পর আবারো বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস চালুর কয়েক ঘণ্টা পর আবারো বন্ধ

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দেশ ট্রাভেলস পরিবহনের এক বাস চালককে মারধরের জেরে আবারো জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এর আগে, বিকেল ৪টার দিকে প্রায় ৯০ ঘণ্টা বন্ধ থাকার চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জ ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘‘সোমবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বাস-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ঘোষণার পরই দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে কয়েকটি বাস ছেড়েও যায়। কিন্তু, রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে দেশ ট্রাভেলসের এক চালককে মারধর করেন রাজশাহীর শ্রমিকরা। তারা চাঁপাইনবাবগঞ্জের বাস রাজশাহীর ওপর দিয়ে যেতে দেবে না। তাদের দাবি, একটি বাসের ত্রিশটি আসন পূর্ণ হলে একটি এবং চল্লিশ আসন পূর্ণ হলে দুইটি টিকিটের মূল্য তাদের দিতে হবে। দাবি না মানলে তারা বাস চলাচাল করতে দেবেন না। তাই জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল আবারো বন্ধ হয়ে গেছে।’’

এর আগে, গত বৃহস্পতিবার বাস শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার জেরে মালিকপক্ষ চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। সোমবার বিকেলে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বাস চলাচল শুরু হয়েছিল।

ঢাকা/শিয়াম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়