কক্সবাজারে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াতের যুব বিভাগের নেতা নিহত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত আমজাদ হোসেন
কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে ছুরিকাঘাতে জমায়াতের যুব বিভাগের নেতা আমজাদ হোসেন (২৪) নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের নতুন মহাল খামার দোকান এলাকায় ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, অভিযুক্ত রাফি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী।
নিহত আমজাদ নতুন মহাল এলাকার নুরুল কবিরের ছেলে এবং একই এলাকার জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ছৈয়দ নুরের ছেলে রাফি ও তার ভাগ্নে মোফাচ্ছেলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আমজাদকে ছুরিকাঘাতে হত্যা করে। অভিযুক্ত রাফি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী।
এদিকে, নিহত আমজাদের ভাই সাদ্দাম ছাত্রদলের নেতা হওয়ায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করা হয়।
চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা/তারেকুর/মাসুদ