বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরগুনা জেলা হাসপাতালে দুজন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ৩৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন এবং বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪ জন। বরগুনায় ৫৭ জন, পটুয়াখালীতে ৩৫ জন, পিরোজপুরে ১৪ জন, ভোলায় ৪ জন, ঝালকাঠীতে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এসব হাসপাতালে ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ জন ডেঙ্গু রোগী বরগুনা জেলায়। বরগুনা জেলা হাসপাতালে মোট ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যু হয় ১৮ জন ডেঙ্গু রোগীর। এ হাসপাতালে মারা যাওয়া অধিকাংশ ডেঙ্গু রোগী বরগুনা জেলার। বরিশালের বিভিন্ন হাসপাতালে এখনো ১১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি চিকিৎসাধীন আছেন।
বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যমল কৃষ্ণ মন্ডল বলেছেন, মৌসুমের শেষ সময়ে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
ঢাকা/পলাশ/রফিক