ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের ডালম্বায় মিনি ট্রাক, মোটর সাইকেল ও ব্যাটারি চালিত ভ‌্যা‌নের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন আহত হয়েছে। 

নিহতরা হলেন- উপজেলা সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। আহতরা হলেন, ছাতনী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও নিহতের স্বামী রমজান আলী (৩৮) এবং দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)।

আরো পড়ুন:

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ব‌লেন, ‘‘আইনি প্রক্রিয়া শে‌ষে লাশ পরিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।’’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা নামক স্থানে বগুড়াগামী আটা বোঝাই মিনি ট্রাক, নওগাঁগামী মোটর সাইকেল ও বগুড়াগামী ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও তার শিশু কন্যা নিহত হয়। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

ঢাকা/এনাম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়