বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার আদমদীঘি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের ডালম্বায় মিনি ট্রাক, মোটর সাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন আহত হয়েছে।
নিহতরা হলেন- উপজেলা সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। আহতরা হলেন, ছাতনী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও নিহতের স্বামী রমজান আলী (৩৮) এবং দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা নামক স্থানে বগুড়াগামী আটা বোঝাই মিনি ট্রাক, নওগাঁগামী মোটর সাইকেল ও বগুড়াগামী ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও তার শিশু কন্যা নিহত হয়। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ঢাকা/এনাম/বকুল