ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা সহকারীর ধামরাইয়ে দুর্গাপূজা পরিদর্শন

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা সহকারীর ধামরাইয়ে দুর্গাপূজা পরিদর্শন

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা আব্দুল হাফিজ (বায়ে) ধামরাইয়ে দুর্গাপূজা পরিদর্শন করেন।

ঢাকার ধামরাই উপজেলায় দুর্গাপূজা পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর, যাত্রাবাড়ী, মাধববাড়ীসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল হাফিজ বলেন, ‘‘এখানে অত্যন্ত সুন্দরভাবে চমৎকার পরিবেশে সম্প্রীতির মেলবন্ধনে পূজা উদযাপন হচ্ছে। হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানানোর জন্য, সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার জন্য এখানে এসেছি।’’ 

এ সময় তার সঙ্গে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন হাসান অনীক, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সারা দেশে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা উদযাপন করছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ছিল পূজার অষ্টমী। বৃস্পতিবার (২ সেপ্টেম্বর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে। 

ঢাকা/সাব্বির/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়