নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়ে সচেষ্ট সরকার: উপদেষ্টা আদিলুর
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা যেন সৌহার্দ্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে পূজা করতে পারেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে। তাদের ওপরে কোনোরকম বাধা বা সমস্যা সৃষ্টি না হয়। আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পারছিলাম, বিভিন্ন বাধা আসবে। অন্যান্য দেশ থেকেও বাধা আসবে। আমরা সেটা মোকাবেলা করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় প্রশাসনের দৃঢ়তাকেও দেখছি।”
তিনি বলেন, “স্থানীয় প্রশাসন নিরাপত্তা বাহিনীর যারা দায়িত্বে আছেন, তারা নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা ধর্মীয় অনুষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে হয়, সেজন্য সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা এই প্রক্রিয়া সবাই মিলে বিভিন্ন ধর্মের মানুষ যেন ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে পারেন সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।”
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলেন জানান তিনি।
পরে শহরের বাগমামুদালীপাড়া ও ইদ্রাকপুর লক্ষী নারায়ণ জিউর মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা।
পূজামন্ডপ পরিদর্শনকালে দুদক চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন, জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার সামসুল আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/রতন/মেহেদী