রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলী এলাকায় জালাল মিয়া (৭৮) নামের এক বাড়িওয়ালা তার ভাড়াটিয়াদের চার শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১ অক্টোবর) সকালে ভুক্তভোগী ভাড়াটিয়ারা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন।
এদিকে, সাংবাদিকদের বিষয়টি জানানোর পর বাড়িওয়ালা জালাল মিয়া ও স্থানীয়রা ভাড়াটিয়াদের হুমকি ও থানায় মামলা না করতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রুবিনা বেগম বলেছেন, আমি একটি পোশাক কারখানায় কাজ করি। আমি পরিবার নিয়ে মৈকুলী এলাকায় জালাল মিয়ার ভাড়া বাসায় থাকছি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কাজ শেষে বাড়িতে ফিরে দেখি জালাল মিয়া আমার ৬ বছরের মেয়েকে বস্ত্রহীন করে ধর্ষণের চেষ্টা চালাচ্ছে। আমি চিৎকার দিলে স্থানীয়রা এসে আমার মেয়েকে উদ্ধার করে। পরে রূপগঞ্জ থানায় অভিযোগ করতে যেতে চাইলে জালাল মিয়া ও স্থানীয়রা হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। আমি তার শাস্তির দাবি জানাচ্ছি।
আরেক ভুক্তভোগী শেফালী বেগম বলেন, কয়েক দিন আগে জালাল মিয়া আমার ১২ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এর প্রতিবাদের চেষ্টা করলেও জালাল মিয়া ও স্থানীয়দের কারণে আমি থানায় অভিযোগ করতে পারিনি। আমরা জালাল মিয়ার শাস্তি দাবি করছি।
আরেক ভুক্তভোগী চাঁন মিয়া বলেন, আমরা জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকি। জালাল মিয়া মুদি দোকান করেন। তিনি আমার দুই নাতনিকে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন। আমি অন্য জেলা থেকে এসে এখানে থাকি। আমাদের দেখার কেউ নাই। স্থানীয় প্রভাবশালীদের ভয়ে আমরা প্রশাসনের কাছেও যেতে পারি না। আমরা জালাল মিয়ার বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেছেন, এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/অনিক/রফিক