ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিওসি মেজর জেনারেল নাজিমউদ্দৌলার পূজামণ্ডপ পরিদর্শন

কুমিল্লা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১ অক্টোবর ২০২৫  
জিওসি মেজর জেনারেল নাজিমউদ্দৌলার পূজামণ্ডপ পরিদর্শন

৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নাজিমউদ্দৌলা কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শন করেন।

কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নাজিমউদ্দৌলা। বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরীর ঐতিহ্যবাহী ঈশ্বর পাঠশালার মহাশাঙ্গন পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় পূজামণ্ডপে এসে জিওসি মন্দির কর্তৃপক্ষ ও আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং উৎসবমুখর পরিবেশে উপস্থিত ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানান।

আরো পড়ুন:

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজর জেনারেল নাজিমউদ্দৌলা বলেন, “আমরা সকলে এ দেশের মানুষ। প্রত্যেকটা ধর্মীয় ও সামাজিক উৎসবে আমরা সমানভাবে অংশীদার। হিন্দু সম্প্রদায় এখন দুর্গাপূজা পালন করছে, কিন্তু আমি মনে করি, এটি শুধু তাদের উৎসব নয়, আমাদের সবার আনন্দের দিন।’’ 

এ নেতা কর্মকর্তা আরো বলেন, ‘‘আমি ঘুরে দেখেছি, খুব সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে। আশা করছি, আগামী দিনগুলোতেও একই সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব সফলভাবে সম্পন্ন হবে।”

জিওসির পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, কুমিল্লা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল চন্দ্র দেবনাথ ও সদস্য সচিব সঞ্জিৎ দেবনাথ। 

সারা দেশে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা উদযাপন করছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে। 

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়