ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, ৫০ জন আহত

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:২৬, ১ অক্টোবর ২০২৫
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, ৫০ জন আহত

হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হবিগঞ্জের লাখাই উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মনতৈল গ্রামে ফরিদ মিয়ার লোকজনের সঙ্গে নোয়াব আলীর লোকজনের সংঘর্ষ হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

আরো পড়ুন:

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, পূর্ব বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয়রা জানান, মনতৈল গ্রামের ফরিদ মিয়ার সঙ্গে একই গ্রামের নোয়াব আলীর বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও চলছে। এর জের হিসেবে দুপুরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 
 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়