ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন রেশমা

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:২৪, ১ অক্টোবর ২০২৫
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন রেশমা

নাটোরের লালপুরের দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম হয়। তবে, জন্মের কিছুক্ষণ পর রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বুধবার (১ অক্টোবর) লালপুর উপজেলার সাঁইপাড়া গ্রামে তাদের জানাজা শেষে দাফন করা হয়েছে।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা রেশমা খাতুন সুস্থ আছেন। জীবিত থাকা তিন নবজাতক কিছুটা দুর্বল থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ যত্ন করা হচ্ছে।

একসঙ্গে পাঁচ সন্তান জন্মের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই হাসপাতালে গিয়ে মা ও সন্তানদের খোঁজ নিচ্ছেন।

আসিব হোসেন সবুজ ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। তিনি জানিয়েছেন, তিন সন্তানের চিকিৎসা ও লালন-পালনের খরচ বহন করা তার পক্ষে কঠিন। 

সন্তানদের জন্য সবার কাছে দোয়া এবং বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন আসিব হোসেন সবুজ।

ঢাকা/আরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়