ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাহাড়ে বিশৃঙ্খলার জন্য ভারত দায়ী: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৫৩, ১ অক্টোবর ২০২৫
পাহাড়ে বিশৃঙ্খলার জন্য ভারত দায়ী: রাশেদ খাঁন

বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘‘পার্বত্য চট্টগ্রামে যে বিশৃঙ্খলা হয়েছে, তার জন্য সম্পূর্ণ দায়ী ভারত। তারা অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে এ ঘটনা ঘটিয়েছে।’’

বুধবার (১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ বারোয়ারী পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার পায়তারা চালাচ্ছে ভারত ও ফ্যাসিস্ট শেখ হাসিনা। কলকাতায় এখন আওয়ামী লীগের পার্টি অফিস হয়েছে। দিল্লিতে বসে হাসিনা এই অফিস নিয়ন্ত্রণ করে। দেশকে নিয়ে যত রকমের ষড়যন্ত্র হচ্ছে সবই ভারতে বসে তিনি করছেন।’’

তিনি বলেন, ‘‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস আওয়ামী লীগকে নিয়ে যে বক্তব্য সম্প্রতি দিয়েছেন তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। কখনোই আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টি এই দেশে আর রাজনীতি করতে পারবে না। এমনকি তারা নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না।’’

এনসিপির সঙ্গে জোট নিয়ে রাশেদ খাঁন বলেন, ‘‘আমরা এখনো নিশ্চিত নই কী হতে চলেছে। তবে, তাদের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয় নিয়ে কথা চলছে।’’

এ সময় ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল বাহার রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়