ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহের হালুয়াঘাটে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার জুবলী এলাকা থেকে প্রধান অভিযুক্ত আবুল বাশারকে (২২) গ্রেপ্তার করা হয়। এর আগে, গত রাতে একই এলাকা থেকে গ্রেপ্তার হন তার সহযোগী মিলন (২১)।
গ্রেপ্তার আবুল বাশার জুবলী গ্রামের আজহারুল ইসলামের ছেলে ও পেশায় অটোচালক। মিলন নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে পূজা দেখার জন্য ওই গারো কিশোরীকে মোবাইলে বাড়ি থেকে ডেকে নেন মিলন। পূজা দেখানোর কথা বলে মিলন তাকে নিয়ে সারাদিন স্থানীয় পার্কে ঘোরাঘুরি করেন। ঘোরাঘুরি শেষে রাতে মিলন ওই কিশোরীকে অটোরিকশায় তুলে দেন। এরপর একই এলাকার অটোচালক আবুল বাশার তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে বাশার ভুক্তভোগীকে গামারিতলা মোড়ে ফেলে চলে যান।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘‘কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।’’
ঢাকা/মিলন/রাজীব