মেহেরপুরে যুবকের মরদেহ উদ্ধার
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মেহেরপুরের গাংনীতে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পুড়াপাড়া কালভার্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়ার টুটুল মিয়া ছেলে।
স্থানীয়রা জানান, মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পুড়াপাড়া কালভার্ট এলাকায় সড়কের পাশে সাইফুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, সাইফুল ইসলাম কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে অথবা গাড়ির উপর থেকে পড়ে নিহত হতে পারেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
ঢাকা/ফারুক/মেহেদী