ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিকদের দেশকে ভালোবাসার অনুরোধ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৫১, ১ অক্টোবর ২০২৫
সাংবাদিকদের দেশকে ভালোবাসার অনুরোধ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের

সাংবাদিকদের উদ্দেশে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, “সাংবাদিকদের কোনো দল নেই, আল্লাহর ওয়াস্তে আপনারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন। সাংবাদিকরা চাইলেই সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত হবে।”

বুধবার (১ অক্টোবর) কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

তিনি বলেন, “সাংবাদিকদের আইন জানতে হবে এবং সেই আইন প্রয়োগ করতে হবে। আমরা সাংবাদিকদের জন্য একটি জাতীয় ডাটাবেজ তৈরির কাজ শুরু করেছি। এটা একটি বড় চ্যালেঞ্জ, তারপরও আমি চেষ্টা করছি, এই ডাটাবেজ তৈরি করার। সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি।”

এ সময় উপস্থিত ছিলেন- কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন সাদীক, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ রিজিওনের পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম প্রমুখ।

সভায় কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্য এবং কুয়াকাটার স্থানীয় একাধিক সংবাদকর্মীরা অংশ নেন।

ঢাকা/ইমরান/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়