ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১ অক্টোবর ২০২৫  
শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি

নিজ কার্যালয়ে শরীয়তপুর পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে করেন।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলারয় ছয় বছরের কন্যা শিশু তায়েবাকে জমি নিয়ে বিরোধে গলাটিপে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (১ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে শরীয়তপুর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

আরো পড়ুন:

নিহত তায়েবা ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে। ২৪ সেপ্টেম্বর তায়েবা বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের দুই দিন পর বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আসামি নাছিমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী তিনি নিজে, শাহনাজ বেগম, তায়েবার চাচি আয়েশা বেগম ও আসিফ বেপারী হত্যায় জড়িত রয়েছে। তারা তায়েবাকে গলাটিপে এবং গলায় ব্লাউজ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার লাশ পাশের বাড়ির সেফটিক ট্যাঙ্কে ফেলে দেয়। তায়েবার কানে থাকা বিক্রি করা স্বর্ণের দুল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।  

পুলিশ সুপার আরো জানান, তায়েবার পরিবারের সঙ্গে আসামি তার চাচি আয়েশা বেগমের পরিবারের জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধ ছিল। সে কারণে হত্যার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

আসামি নাছিমা, শাহনাজ বেগম, আয়েশা বেগম ও আসিফ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকা/আকাশ/বকুল  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়