ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে ৪০ ভরি স্বর্ণালংকার চুরি

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:২৩, ২ অক্টোবর ২০২৫
সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে ৪০ ভরি স্বর্ণালংকার চুরি

সাতক্ষীরায় আর টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী এবং ব্যাংক কর্মকর্তা  গোবিন্দ ঘোষের বাড়িতে চুরি হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে শহরের মেহেদীবাগ এলাকায় অবস্থিত রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়ির দরজার তালা ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮ লাখ টাকাসহ বিভিন্ন মালালাম লুট করে নিয়ে যায় চোররা। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্য কর্মকর্তারা।

আরো পড়ুন:

রামকৃষ্ণ চক্রবর্তী সাংবাদিকতার পাশাপাশি সাতক্ষীরার ভোমরা স্থলবন্ধরের আমদানি ও রপ্তানিকরাক একজন ব্যবসায়ী। তিনি মেসার্স রোহিত এন্টারপ্রাইজের মালিক।

সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে তিনি দেখেন- প্রধান গেটসহ সব ঘরের তালা ভাঙা। চোরেরা নগদ আট লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ মোট এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে। 

পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষ জানান, বুধবার রাত সাড়ে ৮টার পরে যে কোনো সময় চোররা পেছনের জানালার গ্রিল ভেঙে তার ঘেরের ভেতর প্রবেশ করে। তারা ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি তারা জানতে পারেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীনুল হক বলেন, “রাতেই দুইটি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”

গত মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় শহীদ নাজমুল সরণির পিপি চন্দ্র জুয়েলার্সের মালিক গৌতম চন্দ্রের নারিকলেতলা এলাকার বাড়িতে চুরি হয়। সেখান থেকে চোররা ৬৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়