ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনীর দাগনভূঞায় বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়
ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে সড়কের পাশের দোকানে ঢুকে পড়েছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- দাগনভূঞা উপজেলার খুশিপুর এলাকার শহিদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০) ও একই উপজেলার দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। নিহত অন্য নারীর পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- দক্ষিণ জায়লস্করা এলাকার বাসিন্দা জান্নাত আক্তার বৃষ্টি (১৪), তামিম (১৩), আফিয়া (১০), মিষ্টি (১৪), দক্ষিণ মাতিয়ারার খোদেজা (৩০), শিশু আব্দুল্লাহ (১৮ মাস), উত্তর জায়লস্করা এলাকার সাহাব উদ্দিন (৫৫) এবং খুশিপুর গ্রামের নাফসি (২৬)। গুরুতর আহত সাহাব উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহরিয়ার মাহমুদ বলেন, “হাসপাতালে আনার আগেই তিনজন মারা যান। আহতদের মধ্যে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, “তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সাহাব/মাসুদ