ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বাসায় ঢুকে হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণ লুট 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২ অক্টোবর ২০২৫  
গাজীপুরে বাসায় ঢুকে হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণ লুট 

গাজীপুর মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকার একটি বাড়ির মালিককে হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা লুট করেছে ডাকাতরা বলে অভিযোগ উঠেছে। বুধবার (১ অক্টোবর) মধ্যরাত রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ধীরাশ্রম এলাকার সোবহান বুধবার রাতে কক্সবাজার থেকে বাসায় ফেরেন। তিনি বাসার কেচিগেট খোলা রেখে খাবারের টেবিলে বসেন এ সময় ৮-১০ জন ডাকাত তার ঘরে প্রবেশ করে। তারা সোবহানকে রড দিয়ে আঘাত করে হাত-পা বেঁধে ফেলে। আলমিরার তালা ভেঙে ৯ ভরি স্বর্ণ, নগদ দেড় লাখ টাকা লুট করে ঘর বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। 

আরো পড়ুন:

প্রতিবেশী সরোয়ার বলেন, “ডাকাতরা চলে যাওয়ার পর সোবহান চিৎকার করেন। বিদেশে থাকা তার ছেলে আমাকে ফোন করেন। পরে আমরা দৌঁড়ে গিয়ে এই পরিবেশ দেখে ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।” 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।তিনি বলেন, “রাতে আমাদের একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়