ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নওগাঁয় প্রতিমা বিসর্জনে গিয়ে নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:৩১, ২ অক্টোবর ২০২৫
নওগাঁয় প্রতিমা বিসর্জনে গিয়ে নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

রনি। ফাইল ফটো

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বিকেলে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই কিশোর নৌকা থেকে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা এক যুবক তাদের উদ্ধারে পানিতে ঝাঁপ দেয়। পরে একজনকে উদ্ধার করা গেলেও রনিকে খুঁজে পাওয়া যায়নি।’’

মহাদেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ কিশোরকে উদ্ধারে চেষ্টা করে। তবে, তার সন্ধান মেলেনি। এখন উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে। রাজশাহী থেকে উদ্ধারকারী দল আসলে ফের অভিযান শুরু হবে।’’

ঢাকা/সাজু/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়