ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:২০, ৪ অক্টোবর ২০২৫
দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) বেলা দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অবরোধ তুলে নেয় পুলিশের অনুরোধে। এর আগে বেলা পৌনে ১২টার দিকে সহস্রাধিক কর্মকর্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানবন্ধন ও সড়ক অবরোধ করে। 

আন্দোলনকারীদের প্রতিনিধি সাইদুল ইসলাম ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত চার শতাধিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চাকরি ফিরে পাওয়াসহ ৬ দফা দাবি আদায়ে শনিবার সাড়ে ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট এলাকায় মানবন্ধন কর্মসূচি পালন করে। এক পর্যায়ে পৌনে ১২টার দিকে সড়ক অবরোধ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করার পাশাপাশি অবরোধ তুলে নিতে অনুরোধ করলে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়