সিরাজগঞ্জে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ডাকাতি
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মেইন রোডের উপর প্রাইভেটকারে ডাকাতি করা হচ্ছে
ঢাকা-যমুনা সেতু মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় চলন্ত প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় গাড়িতে থাকা চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
ডাকাতির ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী এক মিনিটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে, সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সড়কের নিরাপত্তা কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন ২৫ থেকে ৩০ বছর বয়সী ১০ থেকে ১২ জনের একটি দল একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে।
ডাকাতদের পরনে লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না। প্রত্যেকের হাতে তিন-চার ফুট লম্বা রামদা বা সামুরাই ছিল। যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকারে পালিয়ে যায় তারা।
ভয়াবহ এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছলে আহতদের দেখা যায়। আহত পাঁচজনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত এক বৃদ্ধও ছিলেন। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাতে বা ভাঙা কাচের টুকরো লেগে তারা আহত হয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাটি শুনেছি তবে তা যমুনা সেতু পশ্চিম থানা এলাকার অধীনে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “ভিডিও আমরাও দেখেছি, ভিডি দেখে মহাসড়ক ঘুরছি, জায়গাটি কোথায় তা নিশ্চিত হতে পারছি না। তবে ঘটনাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে জড়িতদের সনাক্তের চেষ্টাও চলছে।”
ঢাকা/অদিত্য/এস