সিলেটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রেজাউল করিম।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুরে এ ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূ সাহিদা বেগমের (২৩) স্বামী রেজাউল করিমকে (৩৫) এলাকাবাসীর সহযোগিতায় আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। অভিযুক্ত রেজাউল ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে শাহিদা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় রেজাউল করিমের। এর এক পর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাহিদা। ঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
ঢাকা/নুর/মেহেদী