রাজশাহীতে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের গোলটেবিল বৈঠক
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী মহানগর জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ে গোল টেবিল বৈঠকের আয়োজন করে।
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজশাহীতে গোলটেবিল বৈঠক করেছে জামায়াতে ইসলামী। দলের রাজশাহী মহানগর শাখা শনিবার (৪ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি’ শীর্ষক বৈঠকের আয়োজন করে।
রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদৎ হোসাইন ও অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের যৌথ সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলী।
এতে বক্তারা বলেন, জাতীয়ভাবে যদি কোনো দল ২০-২৫ শতাংশ ভোট পায়, কিন্তু তাদের সাংগঠনিক দুর্বলতা, বিত্তবৈভবের অভাব বা একক আসনে জেতার সক্ষমতা না থাকায় তারা একটি আসনও না পায়, তাহলে সেটি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় অস্বাভাবিক বলেই বিবেচিত হয়। পিআর পদ্ধতিতে এই সমস্যাগুলোর অনেকটাই সমাধান হতে পারে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর আবু সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াতের ঘোষিত প্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, রাজশাহী-৩ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি সরদার আব্দুর রহমান, দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ ফাতেমা সিদ্দিকা, আদর্শ শিক্ষক পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক জে এ এম সকিলওর রহমান আইনজীবী হাসানুল বান্না সোহাগ প্রমুখ।
ঢাকা/কেয়া/বকুল