নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আরমান হোসেন বিজয় (১৮) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ তাৎক্ষণিক হত্যার কারণ ও জড়িতদের নাম জানাতে পারেনি।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুন ব্রিজের পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করছি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে।’’
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিজয় উপজেলার মজিব সড়ক থেকে নুতন ব্রিজের কাছে আসার পথে অজ্ঞাত কয়েকজন তাকে পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি লিটন দেওয়ান বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/সুজন/বকুল