ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাটমোহরে বিদেশি রিভলবারসহ যুবক আটক

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ৫ অক্টোবর ২০২৫  
চাটমোহরে বিদেশি রিভলবারসহ যুবক আটক

অস্ত্রসহ আটক রিপন মন্ডল

পাবনার চাটমোহরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করা হয়েছে।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, র‍্যাবের একটি আভিযানিক দল শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে চাটমোহর উপজেলার কুয়াবাসি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

আরো পড়ুন:

অভিযানে কুর‌্যবাসি বাজার থেকে কদমতলী বাজারগামী রাস্তার পাশে জনৈক আশরাফুলের বাড়ির পেছন থেকে রিপন মন্ডল (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আদম মন্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়।

র‍্যাব জানিয়েছে, আটক রিপন মন্ডল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জব্দকৃত আগ্নেয়াস্ত্রসহ আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/শাহীন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়