ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় আটকে রাখা যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৫ অক্টোবর ২০২৫  
কুষ্টিয়ায় আটকে রাখা যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

যুবককে আটকে রেখে চাঁদা দাবির মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পাঁচ দিন আটকে রাখা মো. রাফিকে (১৮) উদ্ধার করা হয়েছে। এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন, উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার শহিদুলের ছেলে রাব্বি হোসেন (২২) ও সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মনির উদ্দিনের ছেলে রাজু আহমেদ। 

আরো পড়ুন:

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, রাফি খুলনা থেকে কুমারখালী ঘুরতে আসেন। তাকে স্থানীয় কয়েকজন একটি কক্ষে আটকে রেখে পরিবারকে ফোন দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে রাফিকে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। 

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় নয়জনের নামে মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, খুলনার ৪ নম্বর ঘাট এলাকার রাশেদুল ইসলামের ছেলে মো. রাফি সম্প্রতি ফকির লালন শাহের আখড়াবাড়িসহ কুমারখালীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে আসেন। ঘুরাঘুরির একপর্যায়ে ৩০ সেপ্টেম্বর কুমারখালীর দুর্গাপুর এলাকায় স্থানীয় রাব্বি তার লোকজন নিয়ে রাফিকে আটক করে। পরে কুমারখালী কলেজ মোড় এলাকায় একটি ভাড়া দোকান ঘরে তাকে পাঁচ দিন আটকে রেখে পরিবারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। 

টাকা না দিলে শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাফিকে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় সদকী বাজারের লোকজন বিষয়টি টের পায় এবং রাফি, রাব্বি ও রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় ওই দিন রাতে রাফি বাদী হয়ে রাব্বিকে প্রধান আসামি করে নয়জনের নামে বেআইনিভাবে আটক ও চাঁদাবাজি আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাব্বি ও রাজুকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

মামলার বাদী মো. রাফি পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়