বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
লালমনিরহাটের বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে নিমাই কর্মকার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৪ অক্টোবর) দিবাগত মধ্য রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম পালপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আটক যুবক নিমাই কর্মকার ওই গ্রামের মৃত ভেললো কর্মকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়, যা নিয়ে শনিবার তাদের পরিবারে নিজেদের মধ্যে বিবাদ শুরু হয়। এ ঘটনার জেরে নিমাই কর্মকার স্থানীয় বড়বাড়ি বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে বিতর্কে জড়ান এবং দুইজনকে অস্ত্র আঘাত করেন।
বৃদ্ধা মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে বাজার থেকে বাড়িতে ফিরে আনেন। এতে ক্ষিপ্ত হয়ে নিমাই কর্মকার অস্ত্র দিয়ে বৃদ্ধা মা সুশীলা কর্মকারকে (৫৮) কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে নিমাই কর্মকারকে আটক করে এবং সুশীলা কর্মকারের মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত ) বাদল কুমার বলেন, “বৃদ্ধা সুশীলা কর্মকারকে হত্যার অভিযোগে ছেলে নিমাই কর্মকারকে আটক করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে।”
ঢাকা/নিয়াজ/মেহেদী