নাটোরে গণঅধিকার পরিষদের ৩৬ নেতাকর্মীর পদত্যাগ
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরে গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির ৩৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে গণঅধিকার পরিষদ নাটোর জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেন্নিকা পারভিন, লালপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, একই উপজেলার যুগ্ম-সাধারণ সম্পাদক কামারুজ্জামান ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল হেলালসহ উপজেলার ৮ নম্বর দুড়দুড়িয়া ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির ৩৬ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।
গণধিকার পরিষদ লালপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, “ব্যক্তিগত কারণে আমরা স্বেচ্ছায় একযোগে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।”
গণঅধিকার পরিষদ নাটোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ বলেন, “বিষয়টি আমার জানা নেই। সংগঠনকে হেও প্রতিপন্ন করার জন্য কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করতে পারেন।”
ঢাকা/আরিফুল/মাসুদ