ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে তৃতীয় দিনের মতো চলছে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ৬ অক্টোবর ২০২৫  
টাঙ্গাইলে তৃতীয় দিনের মতো চলছে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ছয় দাবিতে সোমবার সকাল থেকে আন্দোলনরত মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা

টাঙ্গাইলে ছয় দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। গত শনিবার থেকে শুরু হওয়া কর্মবিরতিতে জেলার ১২টি উপজেরার ৪২০ জন স্বাস্থ্য সহকারী অংশ নিয়েছেন। ফলে প্রান্তিক পর্যায়ে টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, তৃতীয় দিনের আন্দোলন সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে চলবে দুপুর ২টা পর্যন্ত। প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ফটকে ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা। 

আরো পড়ুন:

টাঙ্গাইল সদর উপজেলার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতি কাঠামো বাস্তবায়ন, ন্যায্য বেতন স্কেল ও কাজের স্বীকৃতিসহ ছয় দাবি জানিয়ে আসছেন তারা। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে জানতে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহাবুবুল আলম মঞ্জুকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়