টঙ্গীতে কাপড়ের কারখানায় অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
টঙ্গীর স্টেশন রোড এলাকায় অবস্থিত কাপড়ের কারখানায় সোমবার সকালে আগুন লাগে
গাজীপুর মহানগরীর টঙ্গীর স্টেশন রোড এলাকার একটি কাপড়ের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কাপড় পুড়ে ছাই হয়ে যায়। কাপড় কাটার লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর পাশাপাশি পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধে কাজ করছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত আছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, “আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করেছে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনো জানা যায়নি।”
ঢাকা/রেজাউল/মাসুদ