ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালথায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:২২, ৬ অক্টোবর ২০২৫
সালথায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

ফরিদপুরের সালথার রামকান্তপুর গ্রামে সোমবার দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশ মোতায়েন করা হয়

ফরিদপুরের সালথায় ক্যারম খেলা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই-তিনদিন আগে রামকান্তপুর গ্রামের একটি বাজারে ক্যারাম খেলা নিয়ে স্থানীয় ওসমান তালুকদারের সমর্থক রাকিবের সঙ্গে কুদ্দুস তালুকদারের সমর্থক লায়েকের মারামারি হয়। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ক্যারাম বোর্ডটি থানায় নিয়ে যায়। মারামারির ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে আজ সকালে স্থানীয় চায়ের দোকানে দুই পক্ষের লোকজন কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়ান। পরে তারা সংঘর্ষে জড়ান। সংঘর্ষকারীরা একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এসময় চারটি বাড়িতে হামলা হয়। 

আরো পড়ুন:

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়