ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৬ অক্টোবর ২০২৫  
বরগুনায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু 

বরগুনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরগুনা জেলায় ডেঙ্গুতে মারা গেলেন ৬০ জন। 

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরগুনা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী সেলিম মিয়া (৫৫)। এর আগে রবিবার ভোররাতে তোফায়েল আহমেদ (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা গ্রামের বাসিন্দা। 

বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ রাইজিংবিডি ডটকমকে বলেছেন, পরিচ্ছন্নতাকর্মী সেলিম মিয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ না নিয়ে বাড়িতে ছিলেন। একদম শেষ সময়ে হাসপাতালে আসার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া তোফায়েল আহমেদ প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে আসলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছিল। পরে সেখানে মারা গেছেন বলে জানতে পেরেছি। দুজনেই ডেঙ্গু আক্রান্ত হবার পর অসচেতন ছিলেন। 

এদিকে, গত ২৪ ঘন্টায় বরগুনা জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। তাদের মধ্যে শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। আমতলী উপজেলায় ৪ জন, তালতলী উপজেলায় ২ জন, বেতাগী উপজেলায় ৩ জন, বামনা উপজেলায় ৮ জন এবং পাথরঘাটা উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১৪ জন। 

বর্তমানে বরগুনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫৫ জন। এ বছর এখন পর্যন্ত জেলায় ৭ হাজার ৭০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৫৪৫ জন।

ঢাকা/ইমরান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়