ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের মামলায় ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:২৩, ৬ অক্টোবর ২০২৫
বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের মামলায় ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার 

বরগুনার আমতলী উপজেলায় ২০২৪ সালে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের এক বছর পর আওয়ামী লীগের ৬৫ জনের নাম উল্লেখ এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন বিএনপির এক কর্মী। এ মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (৫ অক্টোবর) রাত ৩টার দিকে আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর আমতলী উপজেলা শহরে বিএনপির মিছিল চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বিএনপি কর্মী মো. রাহাত প্যাদা বাদী হয়ে গতকাল (৫ অক্টোবর) রাতে আমতলী থানায় ৬৫ জনের নাম উল্লেখ এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিককে। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির এবং পৌর যুবলীগ সাধারণ সম্পাদক অমিত রসুল অপুকে গ্রেপ্তার করেছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেছেন, ২০২৪ সালে বিএনপির মিছিলে হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। আসামিদের সোমবার দুপুরে আদালতে নেওয়া হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ঢাকা/ইমরান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়