ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নদীতে বড়শি দিয়ে মাছ শিকার, ৬ জেলেকে জরিমানা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ৭ অক্টোবর ২০২৫  
নদীতে বড়শি দিয়ে মাছ শিকার, ৬ জেলেকে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে বড়শি দিয়ে মাছ শিকারের দায়ে ছয় জেলেকে ৫০০ টাকা করে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। এসময় কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও পায়রা বন্দর নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

জরিমানা করা জেলেরা হলেন- মহারাজ খান (৩২), সামসুল হক (৬০), কামরুল আকন (২১), রাসেল চৌকিদার (২৫), জাকির হাওলাদার (৪৫) ও সোহাগ হাওলাদার (২৫)।

অপু সাহা বলেন, ‍“রাতে অভিযান চলাকালে বড়শি দিয়ে মাছ শিকাররত অবস্থায় রাবনাবাদ নদীর লালুলা, বালিয়াতলী ও ধলাস্বর পয়েন্ট থেকে ছয় জেলেকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে নদী ও সাগরে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়