ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্তানকে কুপিয়ে পুকুরে ফেলে হত্যা করলেন বাবা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:১৭, ৭ অক্টোবর ২০২৫
সন্তানকে কুপিয়ে পুকুরে ফেলে হত্যা করলেন বাবা

ফাইল ফটো

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবা ফারুক হোসেন কুপিয়ে ও পুকুরে ফেলে নিজের পাঁচ বছরের মেয়ে ফারিহা সুলতানাকে (৫) হত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। ফারুক একই গ্রামের কাদের মাঝির ছেলে। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক মাদকাসক্ত। ঘটনার সময় যে কোনো বিষয়ে পরিবারের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে আহত করে পুকুরে ফেলে দেন। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

তেওয়ারিগঞ্জ ইউনিয়নের ৭ সনম্বর ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান বলেন, ‍“শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করে। আতঙ্কে স্থানীয়রা ঘরে প্রবেশ করতে পারছিল না। পরে বাড়ির বাসিন্দারা জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাকে আটক করে।” 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনাটি মর্মান্তিক। ঘাতককে আটক করা হয়েছে।”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়