ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গচ্ছিত স্বর্ণ কব্জায় নিতে ডাকাতির নাটক, গ্রেপ্তার ৫

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:৩৪, ৭ অক্টোবর ২০২৫
গচ্ছিত স্বর্ণ কব্জায় নিতে ডাকাতির নাটক, গ্রেপ্তার ৫

ডাকাতির নাটক সাজানো নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্বর্ণ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য তথ্য পেয়েছে পুলিশ। গচ্ছিত স্বর্ণ কব্জায় নিতে ডাকাতির নাটক সাজায় কারিগর ও দোকান মালিক শুভ দাস (৩৫)। ডাকাতি সংগঠিত হওয়ার ২৪ ঘণ্টায় পুলিশ ডাকাতি হওয়া ৩৯ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করেছে। 

সোমবার (৬ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর থানায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন।

এ ঘটনায় পুলিশ শুভসহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- শুভ দাস (৩৫), আমানত হোসেন রানা (২৭), সোহেল মিয়া (২১), শরিফ খান (২২), সবুজ মিয়া (২৭)। উভয়েই মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলি এলাকার বাসিন্দা। 

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দোকান মালিক শুভ মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সাথে মাসখানেক ধরেই তার নিজ দোকানে ডাকাতির পরিকল্পনা করে আসছিল। পরিকল্পনার অংশ হিসেবে শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে বারোটায় মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির অভি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। 

নাটকীয় এই ঘটনা সত্যতার রূপ দিতে ডাকাত সদস্যদের হাতে দেশীয় অস্ত্রের ছুরিকাঘাতে আহত হন স্বর্ণ কারিগর ও দোকান মালিক শুভ দাস। 

পুলিশ আরো জানায়, স্বর্ণ ডাকাতির এই ঘটনার জন্য পাঁচ লাখ টাকার মৌখিক চুক্তি হয় আমানত হোসেনের সাথে। ডাকাতি সম্পন্ন হওয়ার আগেই তাদের ৪৫ হাজার টাকা প্রদান করে শুভ দাস। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতের নাটকীয়তা স্বীকার করেন তারা। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে নিয়মিত মামলা করবে। পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণালংকার ও আসামিদের আদালতে প্রেরণ করবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

ঢাকা/চন্দন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়