ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ৭ অক্টোবর ২০২৫  
মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি।

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে চলন্ত প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছেন। 

এরআগে, সোমবার বিকালে ৫টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে বাবু শেখ (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় চলন্ত প্রাইভেটকার থামিয়ে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে তাদের মালামাল লুটপাট করে নিয়ে যায়। 

ডাকাতির পরে এক মিনিটের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় রবিবার (৫ অক্টোবর) দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১। 

পরে র‌্যাব-১২ এর সদস্যরা সোমবার বিকাল ৫টায় সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধভাবে দুজনকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গ্রেপ্তার আসামি মো. বাবু শেখের বিরুদ্ধে ডাকাতির অপরাধে ১৫টি মামলা এবং সাহার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/অদিত্য/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়