মেঘনা নদীতে পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, আহত ৫
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চাঁদাবাজদের হামলায় আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সময় অভিযান চালালে চাঁদাবাজরা পুলিশের ওপর হামলা করেছে। তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় পুলিশের ওপর হামলা করা হয়।
বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচাজ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছে। আজ মঙ্গলবার সকালে চাঁদাবাজরা বিভিন্ন বাল্কহেড থেকে টাকা তোলার সময় বাল্কহেডের শ্রমিকদের পিটিয়ে আহত করে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ গেলে চাঁদাবাজরা পুলিশের উপর হামলা করে। তিন পুলিশ সদস্য আহত হয়েছে। দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার মেঘনা নদীতে দীর্ঘ দিন ধরে পাশ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০-৩০ জনের দল বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছে। সকালে বিভিন্ন নৌযান নুনেরটেক এলাকায় মেঘনা নদী দিয়ে যাওয়ার পথে বারেকের নেতৃত্বে টিটু, মহসিনসহ তাদের লোকজন টেঁটা, বল্লম, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় মেসার্স আমানিল্লাহ বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়াকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
খবর পেয়ে বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ি ও চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালায়। তখন চাঁদাবাজরা পুলিশের উপর টেঁটা, বল্লম, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে তিন পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বারেকের ছেলে রানা ও সাজ্জাদকে গ্রেপ্তার করে।
আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/অনিক/বকুল