ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:১৮, ৭ অক্টোবর ২০২৫
মুন্সীগঞ্জে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী আটক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে সাথী বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

নিহত সাথি বেগম শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ গ্রামের পাভেল শেখের স্ত্রী এবং একই উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের মৃত নুর জামাল তালুকদারের কন্যা। তার বেগম এক ছেলে (৪) ও এক মেয়ে (১০) রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রায়ই সাথিকে তার স্বামী পাভেল, শাশুড়ি ও ননদ মারধর করতেন। প্রায় ৪-৫ দিন আগে গুরুতর নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে সাথি বাবার বাড়ি শ্যামসিদ্ধিতে গিয়ে চিকিৎসা নেন। পরে আবার স্বামীর বাড়িতে ফিরে যান। সোমবার (৬ অক্টোবর) তিনি পুনরায় বাবার বাড়ি গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে বাথরুম থেকে বের হয়ে উঠানে পড়ে গেলে সাথিকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।

নিহতের পরিবার অভিযোগ করেছে, স্বামীর ধারাবাহিক নির্যাতনের ফলেই সাথির মৃত্যু হয়েছে।

এদিকে, এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী পাভেল শেখকে আটক করেছে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, “নিহতের স্বামীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রতন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়