ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ৭ অক্টোবর ২০২৫  
নারায়ণগঞ্জে ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে নয়ন (৪৯) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তক্কার মাঠ এলাকায় ড্রামের ভেতর মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নয়ন ফতুল্লার কুতুবপুর এলাকার পিলকুনি এলাকার সালামের ছেলে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, নয়নের দুটি স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জের ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা নয়নকে হত্যার পর লাশ গুম করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছেন, মরদেহটি একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনের জন্য সিআইডি ও পিবিআই’র ক্রাইম সিন টিম আলামত সংগ্রহ করেছে।

ঢাকা/অনিক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়