ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু আর নেই

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ৮ অক্টোবর ২০২৫  
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু আর নেই

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু (৫৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার মৃৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, আগামী ১৪ অক্টোবর রংপুর জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা। সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু দলীয় কাজ শেষে গতকাল মঙ্গলবার ঢাকা থেকে রংপুরে ফিরছিলেন। পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আজ সকাল ৭টা ১০ মিনিটে আনিছুর রহমান লাকু মারা যান।

আরো পড়ুন:

জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম জানান, আজ বুধবার বাদ আসর রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে আনিছুর রহমান লাকুর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে ছোট নুরপুর কবরস্থানে দাফন করা হবে।

রংপুর নগরীর নুরপুরের বাসিন্দা আনিছুর রহমান লাকু ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।  তিনি ২০২২ সাল থেকে তিনি জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন। 

আনিছুর রহমান লাকু আগামী ১৪ অক্টোবর হতে যাওয়া জেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়