ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় রাউজানে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ৮ অক্টোবর ২০২৫  
বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় রাউজানে উত্তেজনা

আবদুল হাকিম

চট্টগ্রামের হাটহাজারীতে গাড়িতে অবস্থানরত বিএনপি কর্মী ও হামিম অ্যাগ্রো ফার্মের মালিক আবদুল হাকিমকে (৫২) গুলি করে হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে রাউজানে। 

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীরা। তিনটি মোটরসাইকেলে ছয় জন মুখোশধারী এই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। 

তাদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার জানান, আবদুল হাকিম একজন সৎ ব্যবসায়ী। বিএনপির দলীয় কোন পদ-পদবি তার ছিল না, তবে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রতিটি মিছিল-মিটিংয়ে তিনি অংশ নিতেন। রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে থেকে তিনি রাজনীতি করতেন। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা তার হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে আবদুল হাকিমকে হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। তাতে দেখা গেছে, আবদুল হাকিমকে হত্যায় সরাসরি অংশ নিয়েছিল তিনটি মোটরসাইকেলে থাকা মোট ছয় জন মুখোশধারী। তারা সাদা জিপে চালকের আসনের পাশে বসা আবদুল হাকিমকে লক্ষ্য করে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। আবদুল হাকিম তখন রাউজানের নিজের খামার থেকে শহরের বাসায় ফিরছিলেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাউজান উপজেলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়