উপদেষ্টার সম্মানার্থে পর্দায় ঢাকা হলো আবর্জনার স্তূপ
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রেলপথ উপদেষ্টার আসার খবরে মঙ্গলবার ভৈরব রেল স্টেশনের সড়কের পাশের আবর্জনার স্তূপ কাপড় দিয়ে ঢেকে দেয় পৌর কর্তৃপক্ষ
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে বুধবার (৮ অক্টোবর) সকালে এসে পৌঁছান রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সেখান থেকে সড়ক পথে তিনি রওনা হন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উদ্দেশে। তার আগমনের খবরে ভৈরব স্টেশনের সড়কের পাশের আবর্জনার স্তূপ সামিয়ানা দিয়ে ঢেকে দেয় প্রশাসন।
শুধু তাই নয়, দুর্গন্ধ যাতে উপদেষ্টার নাকে না যায়, সে কারণে প্রচুর পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়েছে পৌর কর্তৃপক্ষ।
আরো পড়ুন: যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা
স্থানীয় বাসিন্দারা বলছেন, বহু বছর ধরে পৌর শহরের গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে খোলামেলা আবর্জনার স্তূপের কারণে পথচারীরা নাক চেপে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া জানান, আজ সরকারের একজন উপদেষ্টা আসার খবরে সড়কের পাশে থাকা আবর্জনার চারপাশ কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ময়লার স্তূপের উপরিভাগ পরিষ্কার করে ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার। অনেক বছর ধরে স্থানীয় বাসিন্দারা আবর্জনার স্তূপ সরাতে বললেও কেউ কর্ণপাক করেননি।
জাকির হোসেন নামে অপর বাসিন্দা জানান, দেশের কয়েকটি জেলা থেকে ট্রেনে চড়ে বিভিন্ন গন্তব্যে যেতে প্রতিদিন হাজারো মানুষ ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন। এই স্টেশনে যাতায়াতের সড়কের পাশে ময়লার স্তূপ থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের। নাক চেপে চলাফেরা করতে হয়।
তিনি আরো জানান, ময়লার স্তূপের অদূরেই ঘোড়াকান্দা পলাশের মোড় এলাকায় তিনটি স্কুলের প্রায় ১ হাজার শিক্ষার্থী পড়ালেখা করে। তারাও প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। অথচ, ব্যস্ততম সড়কের পাশে প্রতিদিন পৌরসভার সব ওয়ার্ডের আবর্জনা ফেলা হয়। এ বিষয়ে বারবার অভিযোগ করলেও টনক নড়েনি পৌর কর্তৃপক্ষের।
আজ সকাল ১০টার দিকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ট্রেনযোগে ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রওনা দেন তিনি। একজন উপদেষ্টার সম্মানার্থে ব্লিচিং পাওডার ছিটিয়ে ময়লা ঢেকে ফেলে পৌর কর্তৃপক্ষ।
ভৈরব পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম রোকন বলেন, “পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় শহরের আর্বজনা সড়কের পাশে রেলের জায়গায় ফেলতে হয়। প্রতিদিনই আর্বজনার স্তূপ পরিষ্কার করা হয়।”
তিনি বলেন, “আজকে রেলপথ উপদেষ্টা আসবেন বলে কাপড়ের পর্দা দিয়ে আবর্জনা ঢেকে রাখা হয়েছে। এর মূল কারণ, যাতে ভৈরবে আগত অতিথিদের চোখে এসব না পড়ে।”
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ অংশের চলমান নির্মাণ কার্যক্রম পরিদর্শন করছেন। বিকেলে কিশোরগঞ্জের ভৈরব হয়ে সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
ঢাকা/রুমন/মাসুদ