যানজটে পড়ে গাড়ি ছেড়ে মোটরসাইকেলে উঠলেন সড়ক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে যানজটে ৩ ঘণ্টা আটকা পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। পরে গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন তিনি।
সড়ক পরিবহন উপদেষ্টা বুধবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১০টায় আশুগঞ্জের হোটেল উজান-ভাটি থেকে সরাইলের বিশ্ব রোড মোড়ের উদ্দেশে রওনা দিলে বাহাদুরপুর এলাকায় তার গাড়িরবহর যানজটে পড়ে। পরে ১৫ মিনিটের রাস্তায় তিন ঘণ্টা যানজটে আটকা থেকে দুপুর ১টার দিকে মোটরসাইকেলে করে সরাইল বিশ্ব রোড মোড়ে পৌঁছান তিনি।
এর আগে সকালে মহানগর প্রভাতী ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন ফাওজুল কবির খান। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজান-ভাটিতে যাত্রাবিরতি করেন।
আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। দীর্ঘদিন ধরে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্ব রোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে অসংখ্য গর্ত তৈরি হয়ে চলাচল বিঘ্নিত হচ্ছে।
গত রবিবার থেকে সড়ক উপদেষ্টার সফর উপলক্ষে সড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ করায় যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ। ফলে, তিন দিন ধরেই তীব্র যানজট চলছে মহাসড়কের এই অংশে। বুধবার সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার যানজট রয়েছে।
হাইওয়ে পুলিশ বলছে, সড়কের এক পাশে মালামাল রেখে সংস্কারকাজ করা ও খানাখন্দের কারণে যানজট দেখা দিয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেছেন, “উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন তিনি। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”
ঢাকা/পলাশ/রফিক