ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে কলেজছাত্রকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৮ অক্টোবর ২০২৫  
বরিশালে কলেজছাত্রকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা

ফাইল ফটো

বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার আসামিরা হলেন- মাসুদ সরদার, নিলয় আহমেদ ও ইমন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, ধর্ষণের পর বাড়ি ফিরলে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে বুধবার মামলা করে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘‘মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিলয় আহমেদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি মাসুদ সরদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়