ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌথ বাহিনীর অভিযান 

মাটি খুঁড়তেই বেরিয়ে এল বিপুল পরিমাণ চোলাই মদ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ৮ অক্টোবর ২০২৫  
মাটি খুঁড়তেই বেরিয়ে এল বিপুল পরিমাণ চোলাই মদ

গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করেছে যৌথ বাহিনী। মদ তৈরিতে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) সকালে কালিয়াকৈর উপজেলার ঠাকুর পাড়ায় জঙ্গলে অভিযানকালে মাটি খুঁড়তেই বের হয়ে আসে ড্রামভর্তি চোলাই মদ বা বাংলা মদ। 

দীর্ঘদিন ধরে বসতবাড়িতে এসব চোলাই মদ তৈরি করা হয়। এরপর তা পুকুরের পাড় বা বাগানে লুকিয়ে রাখেন মাদক ব্যবসায়ীরা। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৭ থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করে যৌথ বাহিনী। পরে সেগুলো স্থানীয় লোকজনের সামনে ধ্বংস করা হয়। 

সেনাবাহিনীর মৌচাক ক্যাম্প, বিজিবি, কালিয়াকৈর থানা পুলিশ ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

স্থানীয়রা বলেছেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কালিয়াকৈর উপজেলার ঠাকুর পাড়ায় চোলাই মদ তৈরি করা হতো। স্থানীয় যুবকরা মাদকে আসক্ত হচ্ছে। এই অভিযানের ফলে আমরা স্বস্তি পাব। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক ৬ জনের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ 

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়