সুপারি বাগানে মিলল পাট ব্যবসায়ীর মরদেহ
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:২৫, ৮ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:৩৯, ৮ অক্টোবর ২০২৫
সাতক্ষীরার তালায় বৈদ্য নাথ (৮০) নামের এক পাট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রতিবেশী মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বৈদ্য নাথ। বুধবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের সুপারি বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শাহীন/রাজীব