ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:৩০, ৮ অক্টোবর ২০২৫
ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে সদরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহিন চৌধুরী বিভিন্ন সময়ে সেই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে ভয় দেখান এবং অপহরণের হুমকিও দেন। একদিন শাহিন চৌধুরী ওই স্কুলছাত্রীকে বলেন যে, তার চাচি ডাকছেন। এ কথা বলে শাহিন তাকে বসতঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট।

ঢাকা/তামিম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়